কবিতাকঙ্কনের কোলাহল
কবিশাফি সমুদ্র
বিষয়অন্যান্য, প্রকৃতি, প্রেম, বাংলাদেশ, বিরহ, রূপক, সমসাময়িক
4.5/5 - (4 votes)

বেদনা রেখে যাও বনস্পতি—আঁধারের অপচয়ে
বৃষ্টিমুখি জোছনায় সুনীল শূন্যতায় উম্মুখ সহোদরা
ভীষণ খরস্রোতা আলিঙ্গন—অতিক্রান্ত বাতাসের বিভীষিকা
আলোকাটা হৃদয়ের অনটনে তুমি উদ্বাস্তু কঙ্কনের কোলাহল

সংকোচে শাশ্বত ঘুমের উপতক্যায় খসে পড়ো মন্বন্তরের চাঁদ
হৃদয়ের টানাটানি—দূরাগত জলে ভেসে যাও কাগজি ফুল
বিকালের বৈভবে পাখিদের চৈত্রগ্রহণ—বাতাসের ডামাডোল
পরাভূত প্রাণে আমি ঘুমিয়ে থাকি রঞ্জিত ফুলের মড়কে

অগোচরে সারাদিন গেছে হাহাকার—অতলে ঘুণের বসতি
নীলকণ্ঠ নদির বুকে দ্বিধাহীন ভেসে যাও পালকের পুরুষ

আমাকে রাখো জলের মৈথুন—অনুরাগের স্রোতে নিসর্গ নদি
অনন্তকাল বেঁচে থাকুক আমার ক্লান্তিহীন ক্ষরণের উৎপীড়ন

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments