কবিতাচিঠির চিত্রকর
কবিশাফি সমুদ্র
বিষয়অন্যান্য, প্রকৃতি, প্রেম, বাংলাদেশ, বিরহ, রূপক, সমসাময়িক
4.5/5 - (2 votes)

অভিমানে তোমার অন্তর্গত চোখ—চিঠির চিত্রকর
বৃষ্টির অভিঘাতে ভীষণ সামলে রাখো পাখিদের ঠোঁট
জানালায় মেঘের উদ্ধত উৎপাত—শান্ত হও ঋতুবর্তি প্রাণ

সমর্পিত সন্ধ্যায় ছিন্ন চিঠির শোকে তোমার জন্মান্ধ মুখোশ
শাশ্বত বৃষ্টির অন্তরলোকে নিরুদ্দেশ আমার গৃহত্যাগী সূর্যমুখী
দূর আঁধারে জর্জরিত সারসের গ্রাম—ভেসে যায় ডুবে যায়

অঙ্কুরিত নিদ্রার দেয়ালে তুমি লুকিয়েছো ধ্যানের ধনুক—
শরবিদ্ধ সারসের পুনরুত্থিত প্রাণে অন্তর্ঘাতি চোখ শান্ত সুনীল
হৃদয়ের নির্বাসনে ফিরে এসো বৃষ্টির কঙ্কাল—জলের ঘ্রাণ

সমাহিত ফুলের ঘ্রাণে তুমি উচ্ছ্বসিত নির্বাক জোনাকি
জীর্ণ স্মৃতির লালঝুটিতে পুড়িয়েছো কী অশ্রুপূর্ণ অন্ধকার
ক্ষমা করো প্রণীত ফুলের নির্যাস—ক্ষমা করো বৃষ্টির বেদনা

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments