বাংলা কবিতা, মৃত্যুর উপবাস কবিতা, কবি শাফি সমুদ্র - কবিতা অঞ্চল
কবিতামৃত্যুর উপবাস
কবিশাফি সমুদ্র
বিষয়অন্যান্য, প্রেম, বাংলাদেশ, রূপক, সমসাময়িক
4.6/5 - (5 votes)

যদি থেমে যায় জলের ঘুর্ণি—মিথ্যের নৌকায় কোথায় যাবো
আমিতো সাঁতার না জানা একটা সুনীল শৈবাল
দমকা হাওয়ায় ঢের ভয়—যদি ভেসে চলে যাই তোমার গ্রীবায়

বরফের মতো কঠিন তুমি—আঘাতের চেয়ে ঢের প্রতিঘাত
ছুঁয়ে দিলে বরফগলা ঝিরি নদি—পাহাড়ী ঢালে নাচো ধ্রুপদী
জলের কাঁটায় বিদ্ধ করে কোন সুদূরে যাও নির্জন নির্বাসনে
কথা কও ঝিরি নদি—কথা কও চিত্রল ধ্রুপদী শালপাতার কান্না

আনুগত্যের আগুনে যদি সম্পর্কের সুতো কেটে যায়
নিঃসঙ্গ রক্তজবার অতল স্পর্শে হারাবো নিসর্গের গুল্মলতা

আমাকে নিয়ে যাও তোমার ধর্মান্তরীত চুলের ঘ্রাণে
আমাকে নিয়ে যাও তোমার আসন্ন মৃত্যুর উপবাসে

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments