বাংলা কবিতা, এভাবে আর ফিরিয়ে দিওনা কবিতা, কবি রাকিবুল হায়দার - কবিতা অঞ্চল
কবিতাএভাবে আর ফিরিয়ে দিওনা
কবিরাকিবুল হায়দার
লিখার স্থানরামপুরা, ঢাকা
লিখার সময়৯ জুন, ২০২১
4.6/5 - (7 votes)

পারমিতা, এভাবে আর ফিরিয়ে দিওনা, আমার ভীষণ কষ্ট হয়!
মনে হয় আমি সেই শিশু, যে শিশু জন্ম নেবার-
আসন্ন আনন্দে চেনা জঠরে চিৎকার করে উঠেছিলো,
মায়ের হৃদপিন্ডের কাছে জানতে চাইতো পৃথিবীর খবর,
অথচ সেই শিশু একদিন এক নার্সিং হোমে জন্মাবার পর জেনেছিলো,
এই পৃথিবীতে তার কোনো প্রয়োজন নেই!
পারমিতা, এভাবে আর ফিরিয়ে দিওনা, আমার ভীষণ কষ্ট হয়!
মনে হয়, আমি সবুজ বনের দাবানলে পুড়ে যাওয়া আহত এক পাখি যেনো,
যার সমস্ত পালক বাতাসে ছাই হয়ে উড়ে গেছে,
অস্পষ্ট এক অন্ধকারে ঢেকে গেছে যার উড়বার আকাশ,
মরে যাবার আগে যে জেনে গিয়েছিলো তার কোনো ঘর নেই!
পারমিতা, এভাবে আর ফিরিয়ে দিওনা, আমার ভীষণ কষ্ট হয়!
মনে হয়, আমি যেনো চুরি যাওয়া সেই দুপুরের রোদ,
হঠাৎ এক কালবৈশাখী ঝড়ে যার বিকেলের সাথে আর দেখা হয় না,
স্নানের পুকুরে রূপার পারদ মাখিয়ে যে মাছেদের আয়না বানিয়েছিলো,
মেঘের আড়ালে হারিয়ে যাওয়ার আগে, তাদের বিদায় জানানো হয়নি!
পারমিতা, এভাবে আর ফিরিয়ে দিওনা, আমার ভীষণ কষ্ট হয়!

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments