কবিতাএকটু থাকো
কবিপংকজ পাল
বিষয়প্রেম
লিখার স্থানকর্পোরেশন স্ট্রীট, ময়মনসিংহ।
লিখার সময়৩০ মার্চ,২০২৪ ভোর ৬:০০টা
Review This Poem

একটু থাকো..
একটু থেকে যাও না?
যতটুকু থাকলে হৃদয় বুদবুদ করতে থাকে
ঠিক ততটুকু!

তোমার গোলাপী ঠোঁট দুটো কাঁপুক…
একটু কাঁপুক,
যতটুকু কাঁপলে আঙ্গুল কলম হয়ে যায়…
ঠিক ততটুকু!

তোমার দু’চোখ হাসতে চাইলে হাসুক…
একটু হাসুক,
যতটুকু হাসলে পাখিরা মনের অলিন্দে বাসা বাঁধে
ঠিক ততটুকু।

খুশীতে চোখে জল এলে আসুক…
একটু আসুক,
যতটুকু জলে কুয়াশা সরিয়ে ভালোবাসা দেখা যায়
ঠিক ততটুকু।

তারপর!
তারপর-আমার বুকের ভিতর আসবে।
সেখানে একটি ছোট্ট বাগান আছে
খু-ব ছোট,
যেখানে নানান রকমের ফুলের বাহার
গোলাপ,বেলী, গন্ধরাজ…
আছে রজনীগন্ধার সুবাস,
বকুলফুলের মালা পরে সারাদিন-
সেই বাগানেই ছুটাছুটি করবে,
আর শিউলিফুলের চাদরে ঘুমাবে
তারপর না হয় আমরা আকাশে উড়বো!
নীল ছোঁবো
তারার দেশে যাবো!
একটু থাকো…
একটু থাকো না!

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments