কবিতাখুকুমনি
কবিপংকজ পাল
কাব্যগ্রন্থবৃষ্টিস্নাত সকাল
বিষয়অন্যান্য
উৎসর্গরীতা পাল
সম্পৃক্ততাপাখির ঠোঁটে ব্যাঙের কান্না।
লিখার স্থানগোপালপুর, টাঙ্গাইল।
লিখার সময়১৪ এপ্রিল, ১৯৭৫, সকাল
Review This Poem

খুকুমণি জানলা বেয়ে,
এদিক ওদিক দেখছে চেয়ে।
একবার এক পাখি এসে,
ব্যাঙ ধরলো ঠোঁটে ঠেসে।
ব্যাঙটি যখন চিৎকার করে,
খুকুমনি ভয়ে মরে।
মাকে ডেকে খুকুমনি,
বলছে শোনো ও-মামনি।
ব্যাঙে ধরছে পাখি ঠেসে,
পাখা থাকলে দিতাম কষে।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments