কবিতাপৃথিবীর ডাক
কবিপংকজ পাল
কাব্যগ্রন্থআকাশের সাগরে নীলপদ্ম
বিষয়প্রকৃতি
উৎসর্গপিতৃদেব
সম্পৃক্ততাপ্রকৃতি
লিখার স্থানকর্পোরেশন স্ট্রীট, ময়মনসিংহ।
লিখার সময়২৯ নভেম্বর, ২০২৩
Review This Poem

. পৃথিবীর ডাক
পংকজ পাল

পৃথিবী ঝুলে আছে পেন্ডুলামের মতন
বিভ্রান্তি আর ভয়ের মধ্যে দ্রবীভূত আবেগ
আকাঙ্খা ভরা আত্মার দিকে তাকালে শোক আঁটকে যায়
বিমোহিত শরীরে তৃষ্ণা উষ্ণতা ছড়ায়।

কলঙ্কিত চাঁদ নষ্ট হাসি হাসতে চায়
সময় যখন দিনের আলোয় বন্ধুত্ব করতে অস্বীকার করে
তারারা লজ্জায় মুখ লুকায়
আকাশ গ্রাস করে কালো মেঘ, নীল মোছে যায়।

আত্মা তৃষ্ণার্ত চাঁদকে আঁকে অন্তরে
বিরহ বেদনায় আনন্দ সুখানুভবের শরীরে
ভোরে সূর্যের সাথে নাচে কুয়াশা
শিশির ভেঁজা প্রকৃতির একরাশ শুভেচ্ছা।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments