কবিতাঅবশেষে ভোর হলো
কবিপংকজ পাল
বিষয়জীবনমুখী
লিখার স্থানকর্পোরেশন স্ট্রীট, ময়মনসিংহ।
লিখার সময়এপ্রিল ১৬,২০২৪,সকাল
Review This Poem

অবশেষে ভোর হলো
সাগরের নীল ছুঁয়ে,
সোনালি সূর্য
ক্লান্তিহীন গাংচিলের সফেদ ডানায়,
কলমি ফুলে রজনিগন্ধার সুবাস
মাঝসাগরে রূপালি চর
দীপ্তিময় প্রকৃতি।

উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে-
প্রকম্পিত হোক প্রকৃতি,
অশান্ত সাগর কিছুক্ষণের জন্য শান্ত হোক,
স্বর্ণালি রোদ শুষে নিক কুহেলিকা,
সহস্র বছরের আঁধার শেষে
জোনাকির মিটমিট আলো-
জ্বলে উঠুক হৃদয় উঠোনে,
অবশেষে ভোর হলো।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments