বাংলা কবিতা, দেখা হয়নি বলে কবিতা, কবি রাকিবুল হায়দার - কবিতা অঞ্চল
কবিতাদেখা হয়নি বলে
কবিরাকিবুল হায়দার
কাব্যগ্রন্থআবার কোনো সমুদ্রজন্মে দেখা হবে
4.6/5 - (5 votes)

এক নক্ষত্রমণ্ডলীর সমান বছর দেখা হয়না নীলু,
তোমাকে ছোঁয়া হয়না,
অনন্ত নক্ষত্রবিথীর আয়ুর সমান দিন।
গত ষোলদিনে এ পৃথিবীর খাতায় অনেক ওলট-পালট হলো,
কেউ এলো, কেউ এসে ফিরে গেলো আবার।
সারা রাত ধরে শহরের সব ফুটপাতে ভীষন দাপটে-
সারিসারি হেঁটে গেলো সেনাবাহিনীর বুটজুতো।
অথচ নাগরিক রাতপ্রহরীর মাউথ অর্গানে বেজে যাওয়া-
বিষাদময় সেই সুরের কোন অর্থ খুঁজে পাওয়া যায়নি।
খুঁজে পাওয়া যায়নি কোন চিলেকোঠায় রাতভর বাজে-
এই বুকচেরা আর্তনাদ।
শুধু অনিকেত প্রান্তরে পড়ে থাকে একটা লাশ আর,
শুকনো গোলাপের কলি,
পাঁজর থেকে ঝরা রক্ত আর গোলাপের মধ্যে-
লালের দ্বৈরথে কে হেরে গেছে জানা হয়না আর।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments