বাংলা কবিতা, খুব সাবধান! কবিতা, কবি রাকিবুল হায়দার - কবিতা অঞ্চল
কবিতাখুব সাবধান!
কবিরাকিবুল হায়দার
লিখার স্থানঢাকা
লিখার সময়১৬ ডিসেম্বর ২০১৮
3.5/5 - (2 votes)

আমার এই মানচিত্র আর লাল-সবুজের পতাকায়-
যদি এখনও তোমার হিংস্র লালা ঝরে,
তবে প্রচন্ড এক ভয়ে কেঁপে ওঠো হে অপশক্তি,
ঐ শোনো বাতাসে সাঁই সাঁই শব্দের অপূর্ব সঙ্গীতে-
নেমে আসছে স্মৃতির তীক্ষ্ণ চাবুক!
রক্তে মুছে দিতে চেয়েছিলে যে সিঁদুর,
তাকিয়ে দেখো, তার কপালে উজ্জ্বল এক আলোর প্রদীপ,
যে মায়ের আঁচল ছিঁড়ে কেড়ে নিয়েছিলে সন্তান,
তাকাও, দেখো, সে মায়ের বুকে জেগে আছে ২০ কোটি হৃদয়!
ভাইহারা করেছিলে? ভয় পাইনা!
বুকে রাখা প্রানঘাতী বুলেটে ভাই লিখে গিয়েছিলো অমর বাণী-
স্বাধীন মানচিত্রে দাঁড়িয়ে, ভয় পেতে নেই!
বোনের শাড়ি কেড়ে নিয়েছিলে? ভেবেছিলে, লজ্জায় অবনত হবো?
উঁহু, ভুল করেছিলে!
আমরা আমাদের বোনের জন্য শ্রদ্ধায় অবনত হয়েছি।
বাবার জন্য আমাদের কোনো শোক নেই,
বাবার কবরে দাঁড়িয়ে বুকে হাত রেখে দেখেছি-
সেখানে প্রচন্ড এক অহংবোধ সংসার পেতে আছে।
এই যে দেখো, হেঁটে যাচ্ছি বিজয়ী এক বাংলাদেশকে বুকে নিয়ে,
হেঁটে যাচ্ছি, স্বাধীন এক মানচিত্রে,
যদি পথ আটকাতে আসো, তবে শোনো-
বাতাসে সাঁই সাঁই শব্দের অপূর্ব সঙ্গীতে-
নেমে আসছে স্মৃতির তীক্ষ্ণ চাবুক!
যে চাবুকের আঘাত তোমার পিঠে পড়বার আগেই-
তুমি প্রচন্ড ভয়ে কেঁপে উঠবে,
বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে, তুমি ধূলিসাৎ হয়ে যাবে।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments