কবিতাআমার প্রতীক্ষা
বিষয়প্রেম
কবিইসমিয়াদ রাজিন

রাতে মেঘের ঘুমোট বাধা
স্তব্ধ সব আমি একা
প্রহরগুলো যাচ্ছে চলে
সপ্নগুলো নির্বাসনে

আজও মনে পড়ে যায় তার সাথে শত রাত জাগার কথা,
মনে পড়ছে সেই চোখ
যা মনে একে যায় অনুভূতির একরাশ আবেগ

আমি আকাশ দেখে তাকে
খুজে ফিরি
সপ্নের চিঠিতে ভালোবাসা তুলে
ধরি

এখন কত শত রাত জাগছি একা
কবে আমি পাব তার দেখা
লোকলজ্জার ভয়
ধূসর সময়
আমাকে রাখছে ঘিরে

আমি বলি প্রিয় তোমাকে পাব যেদিন
মনের সকল না বলা কথা বলবো সেদিন
আর করবো না লোকলজ্জার ভয়

বলব ভালোবাসি তোমায়
তুমি আমার হয়ে থাকবে নিশ্চয়।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments