কবিতাশতবর্ষী মুজিব
কবিরিপন রায়

হে বঙ্গবন্ধু জাতির পিতা আমার,
তুমি না থাকলে বঙ্গ আমার বাংলাদেশ হতো না
প্রভাত ফেরি করে সকালটা এত মিষ্টি হতো না।
তুমি না থাকলে ভাষা আন্দোলন বায়ান্ন আসতো না
বায়ান্নতে একুশ দফা দাবি করে ঘোষণা হতো না।
তুমি না থাকলে মন কষাকষি করে সয়ে যেত সব
আলবদর আলসামস স্বৈরশাসকের অন্যায় অত্যাচার।
তুমি না থাকলে অন্ধের পথ গোমড়া মুখের বুলি ফোটাত কে
মাতৃভাষা বাংলা আমার মা ডকতাম কাকে!
তুমি না থাকলে ছেষট্টিতে ছয় দফা হতো না পেশ
চাঁদের হতো কলঙ্ক আরো হয়ে যেত সবিশেষ।
তুমি না থাকলে ঊনসত্তরে হতো না গণঅভ্যূত্থান
নিরঙ্কুশ বিজয় লাভ করেছিলে তাই সত্তরের নির্বাচন।
তুমি না থাকলে পঁচিশে মার্চ একাত্তর হতো না
দ্বিপ্রহরে ছাব্বিশে মার্চ হতো কি স্বাধীনতার ঘোষণা!

তুমি না থাকলে রাজাকারেরা কেলেঙ্কারী করতো আরো কত
বাংলা ভাষা ছুড়ে ফেলে পাকিস্তানিরা উর্দু শেখাতো।
সবুজ শ্যামল সোনার বাংলা হয়ে যেত ফ্যাকাশে
সালাম-বরকত-রফিক-জব্বার জন্ম নিত না এ দেশে।
বাংলার বুকে ফলত না সোনার ফসল
কৃষক-শ্রমিক-অনাহারি চোখের কে দেখত জল!
বাংলা মায়ের দামাল ছেলে মাটিতে যেত মিশে
লাল-সবুজের পতাকাটা উড়ত না বাংলার আকাশে।
তোমার স্মরণে শহীদ বেদিতে দেয়া হতো না ফুল
ঝরে যেত শুকিয়ে যেত কৃষ্ণচূড়া-শিমুল আর বকুল।
তুমি না থাকলে জাতির পিতা বঙ্গমাতা পেত না
-বাংলাদেশ
ইয়াহিয়া-ভুট্টোর দল বাংলার ফল করে দিত সব নিঃশেষ।
তুমি না থাকলে পাক জোয়ারে ভাসত বাংলার জনগণ
তুমি আছ লক্ষ কোটি বাঙালির হৃদয়ে, তাই-
বাংলাদেশে হয় শেখ মুজিবের জন্ম শতবর্ষ উদযাপন।

রচনা : ১৮-০৩-২০২০ সাল

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments