বাংলা কবিতা, প্রথম আলো কবিতা, কবি - কবিতা অঞ্চল
কবিতাপ্রথম আলো

পৃথিবীর সব মানুষ হয়তো ভালোবাসতে পারে
তবু কেনো তারা সারাজীবন
ঝরিয়ে যায় দু-চোখের জল।
একদিন পৃথিবীতে যে মানুষ এসেছিল
বাঁচার আশায়; তবু কেনো আজ তারা
মৃত্যু চাই!!
যে তোমাকে তোয়াক্কা না করে চলে যায়
দূর সীমানার দিকে; তাঁহাকে তুমি ভালোবাসো?
পৃথিবীতে সব মানুষ গোলাপ ফুলের মতো জন্মায়:
কিন্তু যে গোলাপের বীজ মরুভূমিতে যায়
সেই গোলাপের জন্ম তখন
মরুভূমির তলেই লুপ্ত হয়।

একদিন অবহেলা পেতে পেতে যে মানুষটি
বাঁচার আশা ত্যাগ করেছিল;আজ সেই
মানুষটিকেই খুঁজে যায় সবাই,
হ্যাঁ ঠিক তাই সেই মানুষটি আজ সবার প্রিয়।
মানুষকে যদি নির্বাসন দাও
তবুও মানবের জয় রয়ে যায় আমরণে;
আমি বদ্ধ ঘরের জানালা দিতে চাই
দূর আকাশের গায়।

ঠিক শতযুগ পর আমার লেখা কবিতা
কোন্ এক কবি নবরূপ দেবে-
ঠিক তখনই মৃত আত্মা জন্ম নেবে
নীল গোলাপের ফুল হয়ে;
আর সেই গোলাপে থাকবে না কোনো দুঃখ
কিংবা বিচ্ছেদের ঘটনা।

মানুষকে যদি ভালোবাসো
তবে তুমি নির্বাসন দাও আমাকে।
আমি গোলাপের কাঁটা হয়ে ঝরে যাবো
সকলের প্রিয় অবহেলার মানুষটি হয়ে।
তুমি আমাকে নির্বাসন দাও
মরুভূমির উষ্ণ বালির গায়,
বিরহে আমার সকল কান্না
শুষে নেবে মরুভূমির বালুরাশিতে।।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments