কবিতাবিষয়কাব্যগ্রন্থ
দ্বিধা এবং দেশরাজনৈতিক
Added by: তাহমীদ চৌধুরী
প্রলয়প্রতিবাদ
Added by: তাহমীদ চৌধুরী
কতিপয় মুমূর্ষু অক্ষরপ্রেম
Added by: তাহমীদ চৌধুরী
ঘুম ঘুম আলোপ্রেম বিরহ
Added by: তাহমীদ চৌধুরী
কবিতাজীবনমুখী রূপক
Added by: তাহমীদ চৌধুরী
বৃষ্টি কিংবা চুমুপ্রেম
Added by: তাহমীদ চৌধুরী
প্রাচীন অভিজ্ঞতাপ্রেম
Added by: তাহমীদ চৌধুরী
মেঘনাপ্রকৃতি
Added by: তাহমীদ চৌধুরী
চিরন্তন সত্যজীবনমুখী
Added by: তাহমীদ চৌধুরী
ভেজা ভেজা দৃশ্যঅন্যান্য জীবনমুখী
Added by: তাহমীদ চৌধুরী
দ্যা লাস্ট সিগারেট
Added by: তাহমীদ চৌধুরী
আখেরী আর্জি
Added by: তাহমীদ চৌধুরী
নীলু,তোমার কাছে জানতে চাই
Added by: তাহমীদ চৌধুরী
বাংলা কবিতা, দ্বিধা এবং দেশ কবিতা, কবি %customfield(cpoet_name)% - কবিতা অঞ্চল

দৃশ্যমান প্রতিটি রক্তের ফোঁটা আমার,
এই দূর্বল চাকা, এই অভাব সমস্তটাই।
অস্থির অচেনা বাতাস সেখানে প্রবাহমান
সে বাতাসে আগুন, আগুনে নিষ্পাপ কিছু মুখ আর মুখগুলোর দিকে চেয়ে দেখলেই মনে হয়
এর চেয়ে স্পষ্ট আয়নার সামনে দাঁড়াইনি কোনোদিন। অতঃপর সেদিকেই গেলাম।সম্পূর্ণ

বাংলা কবিতা, প্রলয় কবিতা, কবি %customfield(cpoet_name)% - কবিতা অঞ্চল

এরপর শ্বাস নিতে ঘর থেকে বেরোলেই
দেখি মানুষের হাপরের বাতাসে আগুন জ্বলে উঠেছে
তোমার কৃপায় পাওয়া ব্যক্তিগত অনল নিয়ে হাঁটি
এ য্যানো যুদ্ধ; আমারই সাথে লড়াই চলছে আমার শেষমেশ অভাবের কাছে হেরে যায়
আমার অনল সিপাহি, দুঃখের তলোয়ার।সম্পূর্ণ

বাংলা কবিতা, কতিপয় মুমূর্ষু অক্ষর কবিতা, কবি %customfield(cpoet_name)% - কবিতা অঞ্চল

এখন মধ্যরাতের অক্ত যখন একেকদিন একেক ঘন্টায়
শুরু হয়ে নিয়মিত শেষ হইতেছে সব একই সময়ে
যেদিন আমি কুকুরের আগে বুইঝা ফেলতেছি
আততায়ী কে এই রাস্তায়!
লেকে ভাসা কোন মাছটা আত্রাই নদী মিস করতেছে
আর কোনদিক দিয়ে হারিয়ে যাইতেছে লাশ, গন্ধ কিংবা ডার্ক লিপস্টিক। সম্পূর্ণ

বহুদিন রাতের আদরে দীর্ঘ ঘুম ছিলো
এমন ফলাফলের পুরস্কার যার পরীক্ষা ভুলে গেছি।
এখন স্বপ্নহীন ঘুমের শাস্তি ভুগি চোখ বুজে
পরীক্ষার মতোই ভুলে গেছি পাপ।সম্পূর্ণ

হে অষ্টাদশী, হতাশায় সাঁতারের অভিজ্ঞতা
তোমার চেয়ে ঢের বেশি আমার
যেহেতু প্রফেট নই সাবধান করার দায় আমার নেই
তবু জেনো, যে কবিরা রাস্তায় থাকে না কোনোদিন
অথচ রাস্তা রাস্তা রাস্তা বলে মগজে ঢুকছে তোমার প্রতিনিয়ত। সে রাস্তা প্রকৃতার্থে স্রেফ বিছানার দিকে যায়
কবিতা ফোটে না তার মাটিতে, ফোটেনি কোনোদিন।
সম্পূর্ণ

স্রেফ দুটো মিথ্যে কথা ছোট ছোট
বৃষ্টি খানিকবাদ; আলিঙ্গনেও আপত্তি নেই কোনো
এরপর থামবে ধ্বংসলীলা আমার পৃথিবীর,জানালার।
দুটো একা পা গ্রিলের বাইরে থেকে ভেতরে এসে জানাবে
আজ বিষ্যুদবার, মিথ্যে নয় কবিতা।

বলি,
আজই এসো, দোহাই
স্রেফ দুটো মিথ্যে
বৃষ্টি কিংবা চুমুর সমান।

সম্পূর্ণ

বিছানার গোড়ায় উপুড় এইসব রাত
ভোর হয়ে যায় কুকুর থেকে পাখির ডাকের দূরত্বে
কবিতারে কর্কট মনে হয়, ফের ভুল ভাঙে
এর চেয়ে স্থায়ী দাগ তো নাই
অথচ বন্ধুর মতো আঁকড়ে থাকা।সম্পূর্ণ

ক্ষণস্থায়ী স্বপ্নই তো শ্বাস
ঠিক দ্যাখা হবে জ্বলন্ত ছায়ার সাথে
পরোয়াহীন সে ভীড়বেই বন্দরে তাই
নিরর্থক হয়রানি, বেহুদা রঁশনির খোঁজ অসময়ে।
মানুষ, এখানে তোমার দৃশ্যমান ক্ষমতা নেই কোনো ভালো লাগে!সম্পূর্ণ

প্রকৃতার্থে বৃষ্টি বলতে—
গরম জামার জীবন ছিন্নমূলের
বসতির খুঁটির পানে সালেহার
ম্লান কাঁপা কাঁপা দৃষ্টির বদলে
নিমের ডালের মতো স্থির চোখ
নিজের জন্য পূবের খোলা জানালা
আর শান্তির জন্য একটা সাঁওতালি খোয়াড়ে
ঘাস খাচ্ছে শুয়োর ছানারা; এমন কোনো দৃশ্যের জন্মলগ্নের পুঁথি শোনাতে চাই, সম্পূর্ণ

আমরা বুঝতেই পারিনা কখন থেমে যায় কথা;
কোথায় বসাতে হয় দাড়ি,কমা,বন্ধনী বা ব্রাকেট
ঠিক যেভাবে অতৃপ্ততায় জ্বলে জীবনের শেষ সিগারেট সম্পূর্ণ

অপেক্ষায় অপেক্ষায় অনেক হলো
বছরখানেক ঘুম
স্বাধীনতা আর প্রেম কি এখনও গুম?
কবিদের ঘুম কি ভাঙেনি এখনও
দেয়ালে কি এখনও বানিজ্যের কাগজ,কবিতা ল্যাখেনি কেউ?
তুমি কি আসলেই হাসতে ভুলে গ্যাছো
নীলু,তুমি কি ভালোবাসতে ভুলে গ্যাছো?সম্পূর্ণ