কবিতাহেমন্ত এসে গেছে
কবিনিলুফার গনি
বিষয়প্রকৃতি
লিখার স্থানবনানী, ঢাকা
লিখার সময়অক্টোবর , ২০২৩
1/5 - (1 vote)

শরতের কাশঝরা বিদায়ের ক্ষণে,
আনন্দ প্রদীপ বুঝি নিভে যায়;
ঝরা পল্লবের বিষাদ আননে
রিক্ততা ছুঁয়ে আছে নীলাভ্রের গায়ে।
শিশির ঝরা স্বচ্ছ ঊষায়-
মিষ্টি ভেজা রোদ বুলায়ে,
কুহেলী র পরশ ছোঁয়ায়ে,
হেমন্ত এসে গেছে মৃদু পা’য়।
উদাস পথিকের বাঁশি বাজে,
নীল বিষন্নতার সাজে।
টুপটাপ শিশিরের দোলায়িত ঘাসে,
কৃষকের শ্রান্ত হাসি ভাসে।
সোনা ঝরা ফসলের উচ্ছাসে
হাজারো তারার হাসির নির্ঝরে
এলোমেলো জোছনা র মায়া
গাছের পাতার ছুঁয়ে যায়।
তবু ঝরা পাতার অশ্রু ঝরে
ক্লান্ত বিভাবরীর ছায়ায়।
বিবর্ণ সবুজের পাতায়
শিশিরের ফোঁটায় ফোঁটায়
শীত আসে গুটি গুটি পা’য়,
আগামী বসন্তের সুপ্ততায়।।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments