কবিতাকবিদেরও খিদে পায়
কবিমল্লিকা রায়
বিষয়জীবনমুখী, সমসাময়িক
উৎসর্গসমস্ত পাঠককে
সম্পৃক্ততাসমসাময়িক
লিখার সময়৭ মিনিট
Review This Poem

প্রেম করে কবিরাও,হুট করে প্রেমে পরে যায়
যে শ্লোকটা হয় নি কোথাও
চট করে মনে পড়ে যায়। কবিরা আঁতেল হলেও
মুখে মুখ রাখে, চুমু খায়
সঙ্গে টাকাও। একটি চুমুর দর ঠিক কত কবি ?
জানি আমি,খেতে দেয়,পাশে বসে
শুয়ে পরে সুন্দরী হলে। ওটা কি সঠিক,
উঠে যাওয়া মঞ্চে সাজালো একক তোমাকে ?
নেমে এস কবি তুমি তো জনতা,ত্রিশ কোটি নগ্ন ভারত
কেন থাকো দূরে দূরে সরে
নেমে এস সরাসরি বিদ্রোহ করো বলো “ওরাও জনতা”
তোমার মতন অনেকই আছে
বক্ষলগ্ন করো, মানে হুশে সাজাও সারিতে
দেখেছ ছেলেটি রিক্সা হাতে কি অযুত
শব্দ সাজানো —–
সব্জি পাশেই ক্ষিন্ন যে বুড়ো আজও লেখে
চিরকূট খুলে —- চেন তাকে তুমি, সে আমার
রুগ্ন ভারত,জর্জরিত ঋণে
সব গেছে ভিটেমাটি পরোয়া করেনা তবু
চেন তুমি তাকে ?

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments