কবিতামধু তুমি কি খাও
কবিমল্লিকা রায়
কাব্যগ্রন্থস্বর্গের গালিচায় আগুন
বিষয়জীবনমুখী, সমসাময়িক
উৎসর্গকবিতা অঞ্চল
সম্পৃক্ততাজীবনমুখী
লিখার স্থানভারত
লিখার সময়৬ মিনিট
Review This Poem

নগরের পরমায়ু
সারবদ্ধ
পরস্পর
কোন উত্তাপ নেই আর
হার্টবিদ্ধ পরে আছে
ছড়িয়ে ছিটিয়ে, ধংসাবশেষ জুড়ে
নিস্পৃহ সমাগম
ঝালিয়ে নিচ্ছে ক্ষমতার পরমায়ু
এখানে ওখানে বিক্ষত উত্তাপ
কচি চিবিয়ে খাওয়া
পালকে শেষ মুহূর্তে বাঁচার আর্তি
বাকিরা দানা হয়ে আছে
ভবিতব্যের হাতে , গুটিকয়
দানাপানি মুখ গুঁজে
শ্রেণীলব্ধ পালকে , মাসী বো’ধয় !
ওপারের ভেট নিয়ে আসে
প্রায়ই,দলবল নিছক কল্পতত্বে বিশ্বাসী
কয়েক ছিলিম জোটে
দু’ ডানায় ইঙ্গ বঙ্গের স্বৈরতন্ত্রে
বাজেয়াপ্ত স্বাধীকার
এখন শুধুই সিদ্ধকামের ঢোক্ গেলায় বাপ্

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments