কবিতাঈশ্বরীর টিপস্
কবিমল্লিকা রায়
কাব্যগ্রন্থঅপ্রকাশিত
বিষয়প্রতিবাদ
উৎসর্গকবিতা অঞ্চল
লিখার স্থানগৃহ
লিখার সময়৭ মিনিট
Review This Poem

শিক্ষার কন্ঠরোধ

গুচ্ছ বই নিয়ে গ্রন্থাগার
ঠায় – – –
উচ্চাঙ্গের পাঠ নিভে আসছে
হৈ হুল্লোর শৈশব
গুটিকয়,কলম নিয়ে বসেছি শুধু
চেনেনা কেউ, কন্ঠরোধ
শিক্ষার শ্রাদ্ধে অগ্রদানীর উদরপূর্তি

নামাবলী গায়ে রক্ষক, দু হাতে কালের খাড়া
কচি পাঠার মুন্ড হাঁড়িকাঠে
মুখে বিষদাঁত খেয়ে ফেলছে
জন্মসূত্র দেশ কাল্ নাড়ী হু হু বিষ আর বিষ
ফেলে রাখছে যত্র তত্র
চোখে সর্বনাশা কামতন্ত্র পড়বে কে ?
বিষ আর বিষ
ছেয়ে যাচ্ছে ঘিরে ফেলছে সব
ছাটতে ছাটতে ফাঁকা দেশ কাল্ সংসার
সমাজ পোষাক ন্যায় নীতি মনুষ্যত্ব

ফ্রক খুলে গুটিয়ে দিচ্ছেন মাস্টার
আশৈশব জন্মান্তের কাঁধে, হাতে তার
দশচক্রের ছক্

রুদ্ধস্বরে পাঠকের উচ্চারণ
আমরা পড়তে এসেছি
জানতে এসেছি
শিখতে এসেছি আমাদের হত্যা কোরনা

আমরা একটা
প্রচ্ছন্ন দিন দিতে এসেছিলাম যেখানে দাঁড়িয়ে
তুমি আমি আমরা
অনেকটা শ্বাস নিতে পারি
চিৎকার করে হেসে উঠতে পারি
একসাথে |

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments