কবিতাসমশ
কবিহাসান মনজু
বিষয়রূপক
উৎসর্গপরশীকে
লিখার স্থানরাঙামাটি
লিখার সময়ফেব্রুয়ারি ২০২৩
Review This Poem

⌛ স ম য় 🕐

কাল সবকিছু পরিপাটি হবে,
আজ থাক না হয় এলোমেলো,
রজনীগন্ধা ফোটাবে সে টবে,
সাঁঝবাতি জ্বালবে কথা দিয়ে গেলো

একঘেঁয়ে এই যাপিত জীবনে,
কালগুলো আজ হয়ে যায় যখন,
গোছাতে গোছাতে ভাবি আনমনে,
শৈশব কৈশোর পালালো কখন!

বেলাশেষে শুধু ফেলে আসা স্মৃতি,
তারুণ্য, যৌবনের উন্মাতাল ক্ষণ,
আয়নায় দেখি আত্মপ্রতিকৃতি ,
দেখতে দেখতে অস্থির শিশুমন

সময় কেবল বলে, চল, সাথে আয় ,
অবিন্যস্ত জীবন গুছিয়ে নিতে নিতে,
স্রোতের মতো জীবন চলে যায়,
দু’দিনের এই অন্তর্বর্তী পৃথিবীতে

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments