বাংলা কবিতা, ফিরে এসো চাকা ৮ - কেন যেন সরে যাও... কবিতা, কবি বিনয় মজুমদার - কবিতা অঞ্চল
কবিতাফিরে এসো চাকা ৮ – কেন যেন সরে যাও…
কবিবিনয় মজুমদার
কাব্যগ্রন্থফিরে এসো, চাকা
লিখার সময়১৩ জুন ১৯৬১
4.2/5 - (5 votes)

কেন যেন সরে যাও, রৌদ্র থেকে তাপ থেকে দূরে।
ভেঙে যেতে ভয় পাও; জাগতিক সফলতা নয়,
শয়নভঙ্গীর মতো অনাড়ষ্ট স্বকীয় বিকাশ
সকল মানুষ চায়- এই সাধনায় লিপ্ত হতে
অভ্যন্তরে ঘ্রাণ নাও, অযুত শতাব্দীব্যাপী চেয়ে
মস্তিষ্কে সামান্যতম সাধ নিয়ে ক্লিষ্ট প্রজাপতি
পাখাময় রেখাচিত্র যে নিয়মে ফুটিয়ে তুলেছে
সে নিয়ম মনে রাখো; ঢেউয়ের মতন খুঁজে ফেরো।
অথবা বিম্বের মতো ডুবে থাকো সম্মুখীন মনে।
এমন কি নিজে নিজে খুলে যাও ঝিনুকের মতো,
ব্যর্থ হও, তবু বালি, ভিতরে প্রবিষ্ট বালিটুকু
ক্রমে ক্রমে মুক্তা হয়ে গতির সার্থক কীর্তি হবে।
শয়নভঙ্গীর মতো স্বাভাবিক সহজ জীবন
পেতে হলে ঘ্রাণ নাও, হৃদয়ের অন্তর্গত ঘ্রাণ।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments