বাংলা কবিতা, ফিরে এসো চাকা ৭৪ - কবিতা বুঝিনি আমি... কবিতা, কবি বিনয় মজুমদার - কবিতা অঞ্চল
কবিতাফিরে এসো চাকা ৭৪ – কবিতা বুঝিনি আমি…
কবিবিনয় মজুমদার
কাব্যগ্রন্থফিরে এসো, চাকা
লিখার সময়২৯ জুন ১৯৬২
3.8/5 - (17 votes)

কবিতা বুঝিনি আমি ; অন্ধকারে একটি জোনাকি
যত্সামান্য আলো দেয়, নিরুত্তাপ, কোমল আলোক। 
এই অন্ধকারে এই দৃষ্টিগম্য আকাশের পারে
অধিক নীলাভ সেই প্রকৃত আকাশ প’ড়ে আছে—
এই বোধ সুগভীরে কখন আকৃষ্ট ক’রে নিয়ে
যুগ যুগ আমাদের অগ্রসর হয়ে যেতে বলে,
তারকা, জোনাকি—সব ; লম্বিত গভীর হয়ে গেলে
না-দেখা গহ্বর যেন অন্ধকার হৃদয় অবধি
পথ ক’রে দিতে পারে ; প্রচেষ্টায় প্রচেষ্টায় ; যেন
অমল আয়ত্তাধীন অবশেষে ক’রে দিতে পারে
অধরা জ্যোত্স্নাকে ; তাকে উদগ্রীব মুষ্টিতে ধ’রে নিয়ে
বিছানায় শুয়ে শুয়ে আকাশের, অন্তরের সার পেতে পারি।
এই অজ্ঞানতা এই কবিতায়, রক্তে মিশে আছে
মৃদু লবণের মতো, প্রশান্তির আহ্বানের মতো। 

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments