বাংলা কবিতা, ফিরে এসো চাকা ১২ – সময়ের সাথে এক বাজি… কবিতা, কবি বিনয় মজুমদার - কবিতা অঞ্চল
কবিতাফিরে এসো চাকা ১২ – সময়ের সাথে এক বাজি…
কবিবিনয় মজুমদার
কাব্যগ্রন্থফিরে এসো, চাকা
লিখার সময়২৭ জুন, ১৯৬১
4.7/5 - (4 votes)

সময়ের সাথে এক বাজি ধ’রে পরাস্ত হয়েছি ।
ব্যর্থ আকাঙ্খায়, স্বপ্নে বৃষ্টি হয়ে মাটিতে যেখানে
একদিন জল জমে, আকাশ বিস্বিত হয়ে আসে
সেখানে সত্বর দেখি, মশা জন্মে; অমল প্রত্যূষে
ঘুম ভেঙ্গে দেখা যায়; আমাদের মুখের ভিতর
স্বাদ ছিল, তৃপ্তি ছিল যে-সব আহার্য তারা প’চে
ইতিহাস সৃষ্টি করে; সুখ ক্রমে ব্যথা হয়ে উঠে।
অঙ্গুরীয় নীল পাথরের বিচ্ছুরিত আলো
অনুষ্ণো অনির্বাণ, জ্বলে যায় পিপাসার বেগে
ভয় হয়, একদিন পালকের মত ঝরে যাবো।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments