কবিতাবিজয়িনী
কবিতারাপ্রসাদ চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থতরঙ্গ
বিষয়মৃত্যু
সম্পৃক্ততাপরলোক গমন
লিখার স্থানশান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
লিখার সময়26 জানুয়ারি, 2024, বিকাল
Review This Poem

সামনে হতে গেলেন চলে
কোন অজানা ভিন দেশে।
মহীয়সী নারী প্রতিবেশী সারি
যাত্রা করেন রাজবেশে।

আমি একা একা শেষের দেখা
হেরিলাম তাঁরে নিজ বাসে।
মুদিত নয়ন প্রসন্ন বদন
যন্ত্র সকল রয় নিশ্চল সবশেষে।

কোন বেদনাঘন করুণাধারা
অমৃতলোক বরষে আজি।
বরণ করিতে তাঁরে
ব্রহ্মলোক রয়েছে সাজি।

ত্যাজিয়া শক্তি লভিলেন মুক্তি
নাহি বাসনা নাহি কামনা,
সকল বন্ধন করিয়া খণ্ডন
মর্ত্য বিজয় বিজয়িনীর চরম সাধনা।।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments