কবিতা১৪ই ফেব্রুয়ারী
কবিমোঃ সোহাগ আলমগীর
বিষয়অন্যান্য
সম্পৃক্ততাভালবাসা দিবস নিয়ে লেখা।
লিখার স্থানসিরাজগঞ্জ
লিখার সময়২৭/০২/২০২৪ইং
4/5 - (1 vote)

১৪ ই ফেব্রুয়ারি
এ দিবসে হাজারো জুঁটি।
স্মৃতি করে রাখে নীতি
সাজ্ব সজ্জায় হয়ে যেতে চায়
নকল নাথ,রমনী।
ভালবাসা নামের অনুপম শব্দটাকে
অভদ্র ভাবে দেয় বোলি।
সব যুগল যুগলি নয় তবে
কিছু মানব দেয় ধোঁকা
কিছু মানবি হয় বোকা।
তারাই তো হয়
ওঁচা যুগল যুগলি
এ সময় হয় আনমনা বয়সের ফ্রেমটা
যৌবনের লহরি হয় উতাল পাতাল।
দিক বিচার না করে
অল্প সময়ের জন্য সুখ খোঁজে
এ সুখের দায়ভার হয়
ঘৃর্নিত দিবস ১৪ ই ফেব্রুয়ারি।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments