কবিতাএক নিরুপায় বাবার আর্তনাদ
কবিমোঃ সোহাগ আলমগীর
লিখার স্থানচায়না বাদ সিরাজগঞ্জ।
লিখার সময়বিকাল বেলা
Review This Poem

রাজ্যপালের পুত্র দুলাল
ভেঙে দিল আমার মেয়ের কপাল
জননী ছাড়া কপাল পোড়া মেয়ে আমার
গরিব বাবার ঘরে
দিতে পারিনি একমুঠো ভাত
আমি প্রতিবন্ধী বলে
কাজের সন্ধানে অনেক ঘুরেছি
পাইনি কোন একমুঠো ভাতের কাজ
নিরুপায় হয়ে রাজার দুয়ারে
যাওয়া হয়েছিল আমায়
সাথে টুকটুকে চেহারার মেয়ে
নিয়ে গিয়েছিলাম রাজার রাজত্বে
প্রতিবন্ধী বলে আমায় তাড়িয়ে দিয়েছিল
রাজার রাজ্যর অমঙ্গল হবে বলে।
হঠাৎ দুলালের নজর পরে
আমার মেয়ের রুপে
তাইতো দুলাল রাজী করেছিল রাজ্যপালের মনে।
আমি হতভাগ্য বাবা আমি অভিশপ্ত
বুঝতে পারিনি মেয়ের সর্বনাশ
এমনি ঘটিবে নিশ্চুপ নিরালায়
কৈফিয়ত কাকে দেব
দেওয়ার নেই কোন ক্ষমতা
অক্ষম অভিশপ্ত আমি বাবা
একদা মেয়ে আমার বিষ পান করে বলে
জীবনের মত যাচ্ছি বাবা
আর হবে না তোমার সাথে দেখা
সুখে থেকো বাবা দিতে পারলাম না তোমার সেবা।
মাফ করে দাও মাফ করে দাও বাবা আমায়
জিবন আমার ষোলআনাই মিছে
হাসরের মাঠে যদি হয় দেখা
তবে আমায় পার করে দিও সেথায়
দুখির দুঃখ এমনি হয়
জীবন খানা মা আমার বৃথা
মেয়ে আমার চলে গেল
রেখে গেল আমায় একা
গরীব বলে প্রতিবন্ধীদের
জীবন খানাই মিছা
জড়িয়ে লুটিয়ে কেঁদে মরি
কেউ আসে না পাশে
নিজের মেয়েকে কবর দিলাম
আমার ঘরের পাশে
দুয়া করি মা কবরে তুই
থাকিস চির সুখে
কপাল ভাঙ্গা বাবা আমি
জিবন কাটাই চির দুখে ।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments