কবিতাআশানুরূপ রমনী চাওয়া
কবিমোঃ সোহাগ আলমগীর
বিষয়রূপক
উৎসর্গরমনী
সম্পৃক্ততাসুন্দর ও অসুন্দর নারী কে লেখা
লিখার স্থানসিরাজগঞ্জে গ্রামের বাড়িতে সরকার পাড়া
Review This Poem

আশানুরূপ রমনী চাওয়া

লেখক মোঃ সোহাগ আলমগীর

বিশ্ব পতির কলমে ভাগ্য লেখায়
বন্ধনে সাথী হয় রমনী ।
রম্য অসিত ভেদা ভেদ নয় তবে,
ভাগ্য বন্ধন যার
মিলিত হয় যার তার
কিছুই করার থাকে না
কোন মনুষ্য সমুহর ।
কেউ ভাবে সবদিকে
মনের মত পাব রমনী।
বিধাতার কলমে আছে যতখানি
হাজার সাধনা করে
পাবে নাক তাই ।
কৃষ্ণ পায় রম্য রমনী
আর গৌর পায় অসিত রমনী।
এই তো বিশ্বপতির নিরব খেলা ।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments