কবিতাঅবুঝ বালিকা
কবিমোঃ সোহাগ আলমগীর
বিষয়জীবনমুখী
সম্পৃক্ততামেয়েদের মা যখন সঙ্গ দেয় না অর্থাৎ সময় দেয় না এর ফলে মেয়েরা কোন অঘটন ঘটে ফেলে তখন ঐ যায়গা থেকে ফিরে আসা খুব কঠিন
লিখার স্থানসিরাজগঞ্জে গ্রামের বাড়িতে সরকার পাড়া
লিখার সময়রাত্রীতে
Review This Poem

মাগো আমি অবুঝ ছিলাম
বুঝিনি আমি আমার
জীবনের প্রতি ভাবনা ।
আমি অবুঝ ছিলাম
কত রঙিন আলো আমায়
দেখিয়েছে স্বপ্ন
রাখবে আমায় বয়ে
জীবন বড় নিষ্ঠুর ওরে অবুঝ মন
রঙিন স্বপ্ন বিলিয়ে দিয়েছি
নিষ্ঠুর যুবকের কাছে ।
মিষ্টি কথায় শেষ করেছে
জীবনের স্বপ্ন টুকো
হঠাৎ হিংস্র জানোয়ার
ঐ যুবকের দল সবই তবে নহে,
নতুন পদ্মবতির লোভে
ফেলেদিয়েছে অতিতের ঘটনা
পূষ্প একবার ফোটে বারবার ফোটে না।
মাগো আমি অবুঝ
আমাকে সঙ্গ দাওনি তুমি,
ভুলতো করেই থাকে
তোমার অবুঝ বালিকা
তুমি বোঝাওনি জীবন বড় কঠিন
রঙিন স্বপ্ন অবাস্তবতা।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments