কবিতাজানালার পাশে অনেক ভিড়
কবিমোঃ সোহাগ আলমগীর
উৎসর্গমুক্তিযুদ্ধের
সম্পৃক্ততামুক্তিযুদ্ধের সময় সন্তান হারা এক পাগলী মায়ের আর্তনাদ পাবনা পাগলা গারত থেকে বলছে সেখান থেকে নেওয়া হয়েছে
লিখার স্থানপাবনা
লিখার সময়পাবনা মানসিক হসপিটালে বেড়াতে গিয়েছিলাম তখন লিখেছি
Review This Poem

“জানালার পাশে অনেক ভিড়”

লেখক মোঃ সোহাগ আলমগীর।

আকাশে অনেক মেঘ খোকা আসবে
আমি পথ চেয়ে বসে আছি
খাবার টেবিলে আমি কি ভাবে একা ভাত খাব।
কিন্তু কেন আসে না খোকা ?
সময় পেরিয়ে গেল মেঘ থেমে গেল
কোথা থেকে যেন শোনা যাচ্ছে
গোলাগুলির আওয়াজ আমি চমকে গেলাম।
কে যেন বলছে মা পালিয়ে যাও এই গ্রাম থেকে
ওরা পাকবাহিনী ওরা তোমাকে
বাঁচতে ও দিবে না মা..মা.. মা..
আমি দেখি নিথর দেহ
রক্ত মাখা জামা আর নেই আমার খোকা
আমি বলি খোকা হা..হা..হা..
আর হারাতে দিব না একটা খোকাকে ও
আমি নিজেই মারব আত্মঘাতী বোমা
দাও দাও বোমা দাও
এ দেশ স্বাধীন করব ।
আর হতে দেব না আরো খোকার মায়ের কান্না ।
ওরা জানালায় আমার দিকে তাকিয়ে আছে
আমি অশ্রুসজল চোখে বলছি
তোরা কেন এই পাগলা গারদে হা..হা..হা..
আমার খোকাকে এনে দে তোরা হা..হা..হা..
আমার খোকাকে একবার ফিরিয়ে দেনা তোরা
আমি একবার ওকে চুমো দিব
তোরা আমার কথায় কাচ্ছিস কেন ?
আমাকে ছেড়ে দে, খোকা আমাকে ডাকছে।
আমি ওকে গান শোনাব ও ঘুমিয়ে যাবে।

Share
guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Hiya Raja
6 months ago

খুব নাড়া দিল কবিতাটি – খুব ! মরমী কবিকে শ্রদ্ধা জানালাম !