কবিতামহাজ্ঞানী
কবিমোঃ সোহাগ আলমগীর
বিষয়রূপক
সম্পৃক্ততাঈশ্বর অথবা বিধাতা নিয়ে
লিখার স্থানসিরাজগঞ্জে গ্রামের বাড়িতে
Review This Poem

ওগো মহাজ্ঞানী,
তুমি হয়েছো ঈশ্বর
তুমি কারো ধন্যা ধরোনা,
তুমি কারো দয়া করোনা ,
তুমি যারে পার তারে মারো
তোমার তো দোষ নেই ।
তুমি তো হয়েছো ক্ষমতার অধিকারী
একদিন হবে তোমার লীলা
এ জগৎ জানিবে তোমায়
তোমার অপকর্মের হবে বিলা ।
ওগো ঈশ্বর তোমার তো আছে ক্ষমতা,
তুমি তো ভব মাতা,
তোমার তো নেই কোন আকাঙ্ক্ষা
তুমি তো স্বর্গ মাতা
অবিনশ্বর প্রেমময় তুমি।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments