কবিতাশূন্য শবাধার
কবিশৈলেশ্বর ঘোষ
3.4/5 - (5 votes)

মৃত্যুর অন্ধকার এ রাত্রি অলং কার
এক উন্মাদিনীর পায়েরর শেকলে বাঁধা আছে জীবন আমার
নিরাময়ের একটাই চিকিৎসা – সারারাত উন্মাদিনী বিহার
প্রতি মূর্হুতেই আমরা পান করে নিচ্ছি অপরের সুরাসার,
‘জীবন তোকে পাল্টে দেব’- একথা আমরা বলতে পারি না আর,
আমার প্রতিটি কোষ চায় অত্যাচার – পদ্ম, করিস তুই সূর্যের প্রচার-

কিছু মানুষের পাখা আছে সারারাত তারা উড়ে বেড়ায়
সব দ্বন্ধকে অতিক্রম করেও দেখি সংশয়ে ভরা হৃদয়,
এ রোগের জন্ম শরীরের রসে অরাজক ভয়,
আমাকে টানতে টানতে উন্মাদিনী পায়ের শিকল হারায়
বলাৎকার আর শিৎকার এক সাথে মিশে গিয়ে
আমাদের পায়ে নতুন শিকল পরায়,
এ অন্ধকার হিংসার সূতিকাগার, আমরা দুঃখের অধিকার
আমাকে ন্যাংটো করে উন্মাদিনী কেড়ে নেয় সব বস্ত্রভার,
শরীর খাটানো পয়সা দিয়ে স্ত্রীলোক পোষে তারই শরীরের দখলদার,
প্রণয়িনীর বুকে চেপে বসে খুনির হাতে ভালবাসার সৎকার,
নিশাচর জানে নক্ষত্রের হাসিতে অর্দ্ধেক হয়ে যাবে রাত্রির আঁধার
জানিস মৃত্যু, উন্মাদিনী বুকে বসে আছে, তোর জন্য রেখেছি শূন্য
শবাধার !

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments