কবিতাকালো জীবানু
কবিশৈলেশ্বর ঘোষ
3.7/5 - (3 votes)

কালো জীবানু কর্কট আয় এই হৃদপিন্ডে বাসা বেধে তোল
যে কালো হাতে আমি স্বপ্ন ও স্ত্রীলোক নিয়ে খেলা করেছিলাম
যে কালো স্বপ্ন আমার বুড়ো কুকুরের মত শেষবার চেঁচিয়ে উঠতে
চেয়েছিল, তার পিঠে ঐ কষাঘাত, হাত বুলিয়ে দিচ্ছি, আহারে
আমার সঙ্গে আরেকবার যাবি, বেশ্যারা যেভাবে পা তুলে ঘুমায়
দেখবি, কালো জীবানু কর্কট, আয় এই শরীরে তোর দুর্গ কার্যকারী
গলা দিয়ে সকালবেলা ভাঙ্গা স্বর শুনে চমকে উঠবে সবাই
এবং আশ্বস্ত হবে কালো মানুষের কালো হাত- এভাবেই
মাখামাখি হয় ভালবাসাবাসি হয় আমাদের, শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে
তারই ঋন শোধ করে দেবার প্রতিশ্রুতি দিয়েছি আমরা-

চিৎ হয়ে পড়ে আছি আমিও, যারা মরে গিয়ে অমর হয় তাদের মত
এবং যেসব হতভাগা চিৎ হয়ে অপেক্ষা করছে-কেউ কোনদিন
শরীরের বোঝা নামাতে এসে ভয় পেয়ে ফিরে যাবে, কালো
শব্দের গান কালো রক্তের চুইয়ে পড়া- কালো আত্মার শিস শুনে
ওতপ্রোত হবে এরা পরস্পর
কালো জীবানু কর্কট আয়ু আমাদের অঙ্গে ও যৌনাঙ্গে অলঙ্কার
ও, অসুখ, বাঁচাতে শিখিন আমরা শিখিনি পরিজন নিয়ে রাত
কাটাবার গৌরব- তোর গুপ্ত প্রচলন দাম হিসাবে নেবে
জিহ্বা আধখানা, সেদিনও ভগবানের নামে পুনরুত্থান চাই না
বলে দিয়েছিলাম কত গালাগাল, আমৃত্যু অপভ্রংশ বিদ্রোহী
চেয়ে যাবে একফোটা জল? কালো জীবানু কর্কট আয় —

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments