বাংলা কবিতা, এভাবে আর হয়না জয়ন্ত কবিতা, কবি রাকিবুল হায়দার - কবিতা অঞ্চল
কবিতাএভাবে আর হয়না জয়ন্ত
কবিরাকিবুল হায়দার
কাব্যগ্রন্থআবার কোনো সমুদ্রজন্মে দেখা হবে
বিষয়প্রেম
লিখার স্থানইস্কাটন, ঢাকা
লিখার সময়২ এপ্রিল, ২০১৫
4.7/5 - (4 votes)

এভাবে আর হয়না জয়ন্ত,
আমাকে বরং সস্তা কোন ব্রোথেলে বিক্রি করে দাও,
অথবা মুক্তি দাও।
এভাবে প্রতিরাতে অধিকারের নামে ধর্ষন আর ভালো লাগেনা।
অথবা তুমি মেনে নাও,
আমাদের দূরত্ব বেড়ে গেছে,
অনেকবছর আগে তোমাকে ভালোবেসে যতটা এসেছিলাম,
ইদানিং তারচেয়ে অনেকদূর সরে গেছি।
না, তোমাকে ঘৃণা করিনা একটুও,
শুধু আর ভালোবাসতে পারিনা,
আমার এ আঙ্গুল আর তোমাকে খোঁজেনা।
তুমি মানতে চাইবেনা জানি,
তুমি হয়তো এখনো ভালোবাসো,
এখনো ভাবো কিছুই বদলায়নি,
অথচ আমরা আর আমাদের নেই।
আমাকে ক্ষমা করো জয়ন্ত,
আমাকে আর ছুঁয়ো না,
তোমার স্পর্শে নিজেকে বড্ড অপবিত্র মনে হয় আজকাল।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments