কবিতাবিষয়কাব্যগ্রন্থ
দুঃখের ইতিহাসঅন্যান্য বিরহ
Added by: শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
পলাতকঅন্যান্য বিরহ
Added by: শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
কারফিউঅন্যান্য
Added by: শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
সাদা মনের মানুষের দলেঅন্যান্য জীবনমুখী
Added by: শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
জীবন তরীঅন্যান্য জীবনমুখী
Added by: শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
পরাজয়জীবনমুখী বাংলাদেশ
Added by: শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
তুমি-আমিপ্রেম
Added by: শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
জড়তাপ্রেম
Added by: শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

অখন্ড মেঘমালা সারাটিক্ষণ জুড়ে
স্থির রয় বুকের পাজরে
বলি ঝিরি ঝিরি বরিষণ ঝরলেই পারে
তবু তো শান্ত হাওয়া লাগতো হৃদয়পুরে।

কোথাকার কোনো শীতল হাওয়া
দেয় না দোলা-শুধু পথ চাওয়া
কাটে না মেঘমালা আঁধারের আসা-যাওয়া
স্তব্ধতায় বন্ধি চাওয়া-পাওয়া।

তবু থাকে প্রার্থনা হৃদয়জুড়ে সারাবেলা
মেঘমুক্ত হবে জীবন ঘুচবে ছলাকলা
আলোকধারা ঝরবে হবে আলোকিত পথচলা
ঝিরি ঝিরি সমীরণ দিয়ে যাবে দোলা।

সম্পূর্ণ

আমার সুর বেদনার বিরহের
তোমার লাগবে না ভালো
জানি আমি অন্ধকারে আমার ডুব
তোমার চোখে ঝলমলে আলো।

বন্ধুরে বুক জুড়ে মোর ক্ষত
জ্বলে-পুড়ে অঙ্গার আমি
দেখিনা স্বপ্ন আর বিজয়ীর
অথচ সজিবতায় উজ্জল তুমি।

তোমার আমার দুইদিকে যাত্রা
আমি গান গাহি বিরহের
মিলনের আশা আর রাখিনা
তোমার বুকে ফোটে ফুল আনন্দের।

বন্ধুরে বিভেদের দেয়াল সুউচ্চ
আমারে খুঁজে পাবে না তুমি
আমি পলাতক,নিশ্চুপ-নির্বাক
তুমি উচ্চৈঃস্বরে সতত সংগ্রামী।

সম্পূর্ণ

হৃদয়ে কারফিউ সারাবেলা
কারফিউ চলে সময়ের বুকে ও
তাইতো কাগজ সাদাই রয়ে যায়
চলে না কালির আঁচর শত চেষ্টায় ও।

হৃদয়ের কপাট খুলে
দখিন হাওয়ার পরশ মেখে
উন্মুক্ত আলোতে মেতেছি সৃষ্টিতে
কূপমন্ডুক হিংসায় জ্বলে তা দেখে।

হৃদয়ের কারফিউ ভেঙ্গেছি হাজারবার
ভেঙ্গেছি সময়ের দেয়াল রাত ভোর জেগে
তবু বেসেছি ভালো আমার বিরহ লেখনি
লিখে যাই নিশ্চুপ যার যেমন লাগে।সম্পূর্ণ

বিষাদের লিরিক অন্তবিহীন
চারিদিকে অন্ধকারের জয়ধ্বনি
তবু সাদা মনের মানুষেরা
জানায় আলোর বারতা আগমনি।

ঐ পবিত্র মনের মানুষগুলোর সঙ্গে
আমিও সামিল থাকতে চাই
চাই ভুবন জুড়ে আলো ছড়াতে
আমার মনে কোনো কলুষতা নাই।সম্পূর্ণ

সংশয় সংশয় আর শুধু ভয়
মনজুড়ে শুধু হতাশা আর পরাজয়।

কি জানি কি খেয়ালে বিষাদি
বোঝেনা কেউ মোর ভাষা উদাসি
কূপমন্ডুক দিকে দিকে হায় আঁধারি
দ‌্যাখে না খোলা আকাশ,গলেতে ফাঁসি।

উন্মুক্ত প্রান্তরে তবু মন ভীতু
প্রত‌্যাশা-প্রাপ্তির মিলন ঘটাতে
কল‌্যাণের আহবানে ছুটে চলতে
কতটুকু স্বার্থক মন,ভাবি আপনাতে।

ভয় ভয় মনেতে শুধু দ্বিধা
পৌঁছাবো তো গন্তব‌্যে টপকে সব বাঁধা।

কি জানি কি হয় নাইতো জানা
আল্লাহ মেহেরবান ভরসাতে তার
চলছে জীবন তরী ধীরলয়
বুকেতে প্রত‌্যয় বিজয়ী হবার।সম্পূর্ণ

মানুষের সেবা মানুষের প্রার্থনা
আজ হারিয়ে গিয়েছে
দুনিয়ার সুখে মসগুল সবে
বিবেককে বিদায় দিয়েছে।

আপনার সুখ রচিতে গিয়া
অপরাধকে আপন করেছে
পূন‌্য পথে আগ্রহ নাই কারো
ভালোবাসা ভুলে গিয়েছে।

এই হালচাল ধরা মাঝে
বাংলাদেশ কিম্বা পরদেশে
কোথাও সহমর্মিতা নাই
হেরেছে সবে টাকার কাছে।সম্পূর্ণ

তুমি কতো ভালোবাস
তাইতো তোমার এত অভিমান
আমি অবুঝ ব্যস্ততায় সারাবেলা
আমার ভালোবাসা খূবই ম্লান।

তুমি কতো প্রতীক্ষায় থাকো
মোবাইল রিংটোন বাজবে কখন
আমার কর্মব্যস্ত অসহায় জীবন
ব্যর্থ করে তোমার প্রতীক্ষা সারাক্ষণ।

তুমি আমি দুইদিকে বহুদূরে
তবু ভালোবাসা কতো অমলিন
তুমি শতভাগ আমি কিঞ্চিত
তবু প্রতীক্ষা কাছাকাছি ক্লান্তিহীন।

তুমি আমি দুটি প্রাণ এক আত্না
অভিমান তোমার অমূলক নয়
ভালোবাসা যার বুকেতে রয়
অভিমান তো হায় তাকেই মানায়।

ওগো প্রাণপ্রিয়া ওগো বঁধুয়া
তোমার লাগিয়া আমার হিয়া
পুড়ে পুড়ে যায় সারাক্ষণ সারাবেলা
রে অভিমানি তুমিও রাখ জানিয়া।সম্পূর্ণ

সে কি বলিতে চায়
তার মনের বারতা
বুঝিতে পারিনা হায়
কাটেনা কিছুতে মোর জড়তা।

সে যে হৃদয় দুয়ারে
ক্ষণে ক্ষণে নাড়া দেয় রে।

সে কি বলিতে চায়
বুঝিতে নারি হায়
ওগো তার মনের বারতা
কাটাতে পারেনা জড়তা।

ওগো তার মনের উঠতি চাঁদ
যে আলো ছড়ায় সারারাত
সেই আলোতে ডুবে যেতে
মন মোর চায় যে হারাতে।

তবু কিসের জড়তা ভাই
সে তো মোর জানা নাই
জানা নাই মোর অজানা বারতা
শুধু একাকি পুড়ি বুকেতে ব‌্যথা।
সম্পূর্ণ