একটানা একুশ ঘন্টা
একটানা একুশ ঘন্টা সিলিং থেকে ঝুলে ছিলো প্রেমিকা, ক্রুশবিদ্ধ যিশুর মতো বেদনার্ত একজোড়া চোখ বুঝেসম্পূর্ণ
মানুষের ছায়া দেখি
আজকাল আর কোথাও মানুষ দেখিনা, ছায়া দেখি! প্রচণ্ড রোদে পৃথিবীর সব রাস্তায় গড়িয়ে যাচ্ছে ছায়া,সম্পূর্ণ
এভাবে আর ফিরিয়ে দিওনা
পারমিতা, এভাবে আর ফিরিয়ে দিওনা, আমার ভীষণ কষ্ট হয়! মনে হয় আমি সেই শিশু, যেসম্পূর্ণ
তোমাকে আর সহ্য হয় না!
আমার বাড়ির ঘুলঘুলিতে একটা চড়ুই ভালোবেসে ঘর বাঁধলে- তোমাকে আর সহ্য হয় না! একটা হলুদসম্পূর্ণ
স্তন ঢেকে রাখা অপরাজিতা ফুল
অনেকবার দেখলাম আপনার ছবিগুলো, কি অপূর্ব চোখের আলাপ! স্তন ঢেকে রাখা অপরাজিতা ফুল, শাড়ি নেই,সম্পূর্ণ
এইসব বৃষ্টির রাতে
এইসব বৃষ্টির রাতে কত প্রেম জমে ছাদের জলে, খুঁজে যায় তাদের পায়ের নূপুর, আলতার রঙ!সম্পূর্ণ
আমাদের মন খারাপ হলে
আমাদের মন খারাপ হলে, পাখিরা ভুলে যায় উড়বার সুত্র, নক্ষত্রদের গতিপথ এলোমেলো হয়ে যায়, ট্রাফিকেসম্পূর্ণ
এভাবে আর হয়না জয়ন্ত
এভাবে আর হয়না জয়ন্ত, আমাকে বরং সস্তা কোন ব্রোথেলে বিক্রি করে দাও, অথবা মুক্তি দাও।সম্পূর্ণ
এমনও হতে পারে
এমনও হতে পারে… ছাদ থেকে কাপড় আনতে গিয়ে সিঁড়িতে হোঁচট, তারপর স্যান্ডেলের ফিতে ছিঁড়ে আঙুলেসম্পূর্ণ
কবির অপেক্ষায়
আমরা যখন একসাথে হাঁটতাম, প্রাণখুলে গাইতাম, তখন আমাদের মধ্যে কোনো বিভেদ ছিলো না, তারপর তারাসম্পূর্ণ