বাংলা কবিতা, তোমাকে আর সহ্য হয় না! কবিতা, কবি রাকিবুল হায়দার - কবিতা অঞ্চল
কবিতাতোমাকে আর সহ্য হয় না!
কবিরাকিবুল হায়দার
লিখার স্থানরামপুরা, ঢাকা
লিখার সময়৪ জুন, ২০২১
4.3/5 - (3 votes)

আমার বাড়ির ঘুলঘুলিতে একটা চড়ুই ভালোবেসে ঘর বাঁধলে-
তোমাকে আর সহ্য হয় না!
একটা হলুদ শাড়ির মেয়ে নূপুর পায়ে সারা শহর বাজিয়ে গেলে-
তোমাকে আর সহ্য হয় না!
রোদের দিনে আকাশ কালো মেঘ করলে, আমার ছাদে বৃষ্টি হলে-
তোমাকে আর সহ্য হয় না!
আমার পাড়ার ঐ ছেলেটা হঠাৎ এক সন্ধ্যেবেলায় দোলনচাঁপার ঘ্রাণ কিনলে-
তোমাকে আর সহ্য হয় না!
পাশের বাড়ির চুলোর উপর দুধের পাতিল ভীষণ তাপে উপচে পড়লে-
তোমাকে আর সহ্য হয় না!
হলদে আলোর বিকেলবেলায় ঐ ছেলেটা, ঐ মেয়েটা গভীর ঠোঁটে চুমু খেলে-
তোমাকে আর সহ্য হয় না!
অর্পিতাদির খুব আদরে জমিয়ে রাখা খুচরো পয়সার আয়নাগুলো ভেঙ্গে গেলে-
তোমাকে আর সহ্য হয় না!
দূরপাল্লার বাসের ভেতর, গভীর রাতের ওসব খুনসুটিতে চোখ পড়লে-
তোমাকে আর সহ্য হয় না!
প্রেমের চিঠি ডাকবাক্সে রাখার পরে, ডাকপিয়নের দেরি হলে-
তোমাকে আর সহ্য হয় না!
যেসব দিনের একলা ক্ষণে, তোমাকে দেখি স্মৃতির ডায়রি খুলে-
তোমাকে আর সহ্য হয় না!

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments