কবিতালাল বীভৎসের যজ্ঞপুরী ও নরম মাংসের উপত্যকা সমগ্ৰ
কবিনিমাই জানা
বিষয়মৃত্যু
উৎসর্গভ্যানিলা গন্ধের নাভিকে
লিখার স্থানরুইনান , সবং
লিখার সময়ডিসেম্বর ১০ ,২০২৩
1/5 - (1 vote)

ভ্যানিলা ফ্লেভার্ড রসবীজ , প্রোটিনেক্স পাউডার ভর্তি জরায়ু রঙের মৃত্যুটা ক্রমশ জানালার মতো পরকীয়া অন্ধকারের কাঁচে হাইড্রাইড হয়ে উঠছে। আমি সারারাত একটা উদ্বিগ্ন হরিণীদের পাকস্থলীর ভেতরের অন্ত্রে পচে যাওয়া মাংসপিন্ডের দলা পাকানো উলঙ্গ যজ্ঞের বিবিধ চর্বিগুলো ছড়িয়ে দেই পিশাচের মতো, অট্টহাস্যকরে শূন্যগ্রহের অতি খর্বাকৃতি ভয়ংকর মানুষের দল , মিছিল
আমাদের আর কোন পরবর্তী প্রজন্মের লাল যক্ষ পুর নেই। এই নীলাভ অন্ধকারে মহাজাগতিক মৃদু তরঙ্গে বীভৎস ঘুমের মতো নগ্ন জলাধারে নেমে গলার ভেতরের চতুস্তলকের মৃত্যু গুলো পরজীবী হয়ে উঠছে , লাল সরাইখানায় বিক্রি হচ্ছে নরম মাংসের যৌগিক ঋণাত্মক আপেলের স্বর্গ
আমার দাঁতে ঝুলে থাকে অপরাজিতার মতো নীলকণ্ঠের ভেষজ ঔষধের তরল সাবলিঙ্গুয়াল , প্রাণিজ অগ্নি ফলকের কুম্ভ যোগ অ্যাড্রিনালি অন্ধকারে মাথার ভেতর থেকে একাদশ আদিত্যেরা বেরিয়ে লাল মাকড়সার অতি ভৌগোলিক চাষাবাদ করবে মৃত্যুর যৌনাঙ্গ খুঁজে পাওয়ার জন্য। নারীটি গিটারের কাঠে ঈশ্বরীর মৃতদেহ খুঁজে পেয়েছিল

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments