কবিতাএকটি স্ট্রবেরি রঙের পুরুষত্বহীনতা ও রসায়ন সমগ্র
কবিনিমাই জানা
বিষয়মৃত্যু
উৎসর্গঈশ্বরকে
লিখার স্থানরুইনান , সবং
লিখার সময়১৬ জানুয়ারি ,২০২৪
Review This Poem

ভস্মলোচনের মতো দাঁত দিয়ে সবকিছুকেই পোড়ানো যেতে পারে , একটা সন্ধিপদী আগুন দুটো জন্মান্তরের নারী ১৮ কোটি ভূত , সকলেই একান্নবর্তী রঙ্গমঞ্চে এসে বুকের পাঁজরটা আলগা করে ধূসর পান্ডু রোগের সচ্চিদানন্দ দেখাচ্ছে।

চৈতন্য(ঁ) চিহ্নের মতো নন কিউরেবল স্টিমিউলেট আয়ু , আর বালিশের ছোপ ছোপ সাদা রক্ত ভেজা তুলো আর নীল নীল গ্রাফাইটের গুঁড়ো গুলোতে মাংসাশী খেকো অদ্ভুত রসায়ন লেগে আছে , আমি সালফিউরিকের থেকেও আরো তীব্র খুনে দুটো নখ ঢুকিয়ে ছটি হরিণদের তলপেট ফাঁক করে অদৃশ্য স্তনগ্রন্থী খাওয়াচ্ছি , আজকাল মৃত মানুষেরাই কথা বলে মহালোকে গিয়ে
বদ রাক্ষসের থেকেও তৈত্তরীয় , ছেঁড়া পাতলুনে স্ট্রবেরি অন্ধকার দেখাতে দেখাতে অকল্যান্ডের দেড় ইঞ্চি বরফের পুরুষত্বহীনতা ভেদ করে নিঃসর্গের ধনুক বের করল , আমি কালো কর্কট শংকর সাপের হত্যা পরবর্তী যৌনতা দেখাচ্ছি আমার মাকে ,
ঈশ্বর কণিকার জ্যা বলে কিছু নেই। আমি দুদণ্ড মাইক্রোস্কোপিক কক্ষপথের নিচে দাঁড়িয়ে ভয়ংকর দীর্ঘশ্বাস নিলাম , লাফিয়ে পড়লাম জরায়ু থেকে আরেকটা জরায়ুর ভেতর জর মানে অসুস্থ কক্ষ , আবার পর্যায় সারণী নেই এমন পেট্রোলিয়ামে লাল রক্ত ভর্তি গাড়িটা তার পেটে পেনিসিলিন ওষুধ ঢুকিয়ে দিচ্ছে , গ্যাঁজলা মুদ্রাস্ফীতির আওতায় পড়েছে

এখানে খাওয়ার মতো আর কিছু নেই, পাতলা পাতলা সাপ আর চিড়ে চ্যাপ্টা হয়ে যাওয়া ভ্যাকুয়ামের নিষ্কলঙ্ক পেটগুলো শুধু শুক্র বমির জন্য ছটফট করছে , রাত্রির জন্য ছটফট করছে , বিছানার জন্য ছটফট করছে। আমি নেশাখোরের মতো অনিদ্রিত ঘুমের ওষুধ খাই শরীরটাকে ঢাকি কচ্ছপের পাতলা পাতলা রজঃ রক্তের বমি আর পায়খানার দুর্গন্ধ দিয়ে

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments