কবিতাযে জীবন মানুষের
কবিকৌশিক মজুমদার শুভ
বিষয়প্রতিবাদ
লিখার সময়মার্চ, ২০১৯
3/5 - (3 votes)

আজকে আগুন,কালকে আগুন,
কোথায়!চলুন, ছবিই তুলুন।
বাইরে কী হয়,তাদের কী দায়?
এসির ভেতর,পুষছে ফাগুন।

রাজউক বেজায়,ঘোর অসহায়,
করবে কি আর? বান্দা-নাচার,
“লাগলো আগুন? ইস! কতগুণ?”
জানতো না যে, ব্যস্ত কাজে।

রাজুক লাজুক,বান্দা নাজুক,
-“দেখলে টিভি,পালান দিবি!
বিটিভি হয়?সমস্যা নয়।
এসব চ্যানেল, বেজায় আতেঁল,
সত্যি বলে,সাদার দলে!

বি আরটি আই,রাজার জামাই,
যতোই হাঁকুন,বিচার ডাকুন!
কি আসে যায়? গলদ গোড়ায়।
মরন -বাঁচন, পতিতপাবন।

ট্রাফিক পুলিশ,বেজায় ফুলিস,
সব দোষ হায়!তারই মাথায়।
আসল শালায়,কোথায় পালায়!
ফের নেড়া যায়, বেলের তলায়।

জেব্রাক্রসিং! আজ শুভদিন,
পাঠ করে নিন-সুরা ‘ইয়াসিন।
সগগে যাবেন,শান্তি পাবেন।
খোদার ব্যাপার,আমরা নাচার,
ভেবেই হাসেন,হেসেই ফাঁসেন।

এতো মরে,তবুও ছাড়ে?
সাহস দ্যাখো,রাস্তা ধরে।
শুয়েই কাটান,জীবন বাঁচান,
অল্প সময়,আখের গুছান।

আবার ফিরুন,টপিক আগুন,
সেলফি তুলুন,সুযোগ দারুন।
তাজরিন হোক,পুরান ঢাকা,
উন্নয়নের ঘুরছে,চাকা।

ট্যাক্স দিও ভাই,দেশটা চালায়,
পুড়ছে পুড়ুক!কি আসে যায়?
আমার আছেন,ফায়ার ব্রিগেড,
মাদার আমি,জাতির বিবেক।

হাসি হাসাই,দেশটা নাচাই।
মন্ত্রীরা সব,হক বা বেহক,
টাকার গুদাম, বিবেক নিলাম।
যাহয় করুক,কলাম পড়ুক।

আবার আগুন! -বসেই থাকুন,
থাকলে সড়ক, পড়বে মড়ক,
ঘরে থাকুন, ট্যাক্সটা ভরুন,
ন্যাজটা নাড়ান,মাছিই তাড়ান।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments