বাংলা কবিতা, করোটিতে ক্যাকটাস মৃত্যু কবিতা, কবি কৌশিক মজুমদার শুভ - কবিতা অঞ্চল
কবিতাকরোটিতে ক্যাকটাস মৃত্যু
কবিকৌশিক মজুমদার শুভ
লিখার স্থানখুলনা
লিখার সময়২৫ নভেম্বর, ২০১৯
4.5/5 - (2 votes)

                          প্রিয়তমা সবুজে সবুজে তুমি অভয়ারণ্য হয়ে ওঠো,                                                  আমি ঢুকে যাই, বেড়ে উঠি-                                                                                     পৃথিবীর কতখানি দখল করে আছে প্রেম- অথবা তোমার সাদা দালান বাড়ি- পর্যাপ্ত বারান্দা, শালিক ওড়ে-             প্রথমত সাপটি ধরে ফ্যালে আস্ত ব্যঙ- আমরা উল্লাসে ফেটে পড়ি,                                        অথবা উৎসবে ওরাংওটাং হয়ে নাচ করি সার্কাসে-                                                তোমার চকচকে দুধসাদা বাড়িতে যেসব অতিথিরা ঢুকে চুর হয়ে গ্যাছে-                                   আমি এইসব অতিথি মাছরাঙা, অথবা সিলভার লিনেন চুষে পড়া ঘামে নেবে-                                       উড়ে আসা স্নাতক রোদ্দুর ছায়ার অর্গল ভাঙি-                                                    দেখি ইরেজারে কী করে মুছে নিতে হয় বিষাদ ও মন।                                             উল্লেখযোগ্য কিছুই নেই বলার- অথবা ছিলোও না,                                                        তবু একখানা উড়তে থাকা অন্তর্বাস নজরে এলে                                                     পৃথিবীকে অকালপ্রয়াত বিকেল বলে মনে হয়-                                                      যেন কোনো এক নারী শূকরীর চিৎকারে প্রসব করে গ্যাছে এইসব উৎসব-                                     জানালায় জানালায়, তোমার ফুসফুস ভেঙে হাসির বর্শারা ছুটে আসে- কার্নিশে ঝুলে থাকে মেঘ-                    নিষ্কলুষ স্বপ্নে কেউকেউ দ্যাখে বিস্ফারিত চোখ, কেউ দ্যাখে মেরেলিন মনরোর ভূত।                          সকালের রোদ্দুরে কেউ মুখে পড়ে থাকে হাসির নেকাব,                                               আমি জানি, কথামতো কয়েকটা পাখি উড়ে গেলে জানালায়- তুমিও উড়ে এসে গ্রিলে-                            সেই আস্ত বাড়ি- তোমার আঙরাখায় উঁকি দিতে হড়কেই পড়ে যাই-                                        স্যাঁতসেঁতে যোনিগূহ্যে লেগে থাকা পিচ্ছিল ফ্লোরা ও মিউকাসে,                                                                         মিউজিয়াম চষে খুঁজি- তোমার উলম্ব স্কেলে মাপা পিঠ, অথবা থলথলে পেট-                                    যেন রেশম বিছানো বিছানায় শুয়ে থাকা- উঠে বসা, উজ্জ্বল চকচকে বিকেল।                                                                  সময় নেই আর নেমে এসো, পৃথিবীর আধেকটা ঘুমিয়ে কাটিয়েছে জীবন-                                            সঙ্গমে যে হয়ে থাকে দর্শক কাক- স্প্লিন্টারে ছ্যাঁদা করা বুক- ছেঁতরে নেমে আসে তোমার কোলের জবুথবু আঁচলে-           যেন জহুরি চিনে নেয় সোনালী বিকেল।

আচমকা উৎসব থেমে উৎকট ফিনাইল এসে নাক চেপে বসে-  মর্গের ঘরে জানালা নেই- তোমার সাদা সেই দালান চোখে পড়ে না, নেইসব স্বর্গীয় শালিক- অথবা অতিথির আনাগোনা,

                  কর্তৃপক্ষ বরাবর চিঠি লিখি- যদি মর্গের দেয়ালে একখানা জানলা করে দেয়া যায়!

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments