বাংলা কবিতা, মদ কিনলে রাইফেলও কিনুন কবিতা, কবি কৌশিক মজুমদার শুভ - কবিতা অঞ্চল
কবিতামদ কিনলে রাইফেলও কিনুন
কবিকৌশিক মজুমদার শুভ
লিখার স্থানখুলনা
লিখার সময়২৮ মে, ২০১৮
2.5/5 - (2 votes)

আমি মানুষ এক- নির্বিকার নক্ষত্র মুখে পুড়ে যাই সমুদ্রের কাছে-
দেখি ফুটে আছে বারান্দায়, ভ্রমরবিহীন কিছু ফুল।
সমাজের, ধর্মের সঙ্গম মেনে কেউকেউ লেখে স্যাটানিক ভার্সেস,
স্বপ্নে আমি দেখি- কৃত্রিম সাপ- ধর্মের পথে প্রহসন-
রাজনীতির নামে লাঠিবাজী ও দলভারি করা।
বিপ্লবী- শাসকের বুকে আমি ছুঁড়ে দিই কবিতার বুলেট-
কবরে বসে লিখি দশ লক্ষ কবিতা।
অনিন্দিতা,
আশ্চর্য নিরবতা ! আশ্চর্য নিরবতা, লক্ষ করি আমি তোমার কবরে-
তোমার যোনীর ভেতর –
সেখানে নিঃশব্দে চলে কবিতার মেশিনগান, টিয়ার শেল ও রাবার বুলেট।
আমার ব্রেইনলাইন দেখে একবার কেউ বলেছিল- “এর হাতে স্বয়ং সরস্বতী বিরাজমান”।
শুনে মা মুচকি হেসেছিলেন- ঠিক যেমন করে হাসে মানুষ-মানুষী।
আমি মানুষের মত হাসি না, হাসি কুকুরের মতো।
শুনি দেশের বুকে- মতান্তরে, পৃথিবীর বুকে পুঁজিবাদীরা হায়নার হাসি হাসেন।
অনিন্দিতা, আমি মানুষ- তবে বিপ্লবী রাইফেল কাঁধে নিয়ে
ঠোঁটে ছোঁয়াই মদের বোতল আর চুমুর ফোয়ারা।
আমি কবিতার পথে হাঁটি, বিপ্লবের পথে হাঁটি।
আমি একসাথে জীবন ও মার্কসের পথে হাঁটি।
আঙিনার অর্কিডগুলো কেঁটে ফেলে আমি পুঁতি সাম্যবাদী আপেলগাছ-
স্বপ্নের মধ্যে ঘুমাই আর ঘুমের মাঝে ভাবি- এই আপেলগাছ একদিন ফল দেবে,
সেই গন্ধম মুখে তুলে হাফ ডে ছুটি নেবে গার্মেন্টস শ্রমিকেরা।

Share
guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
নিমাই জানা
4 months ago

অসাধারণ অসাধারণ অসাধারণ