বাংলা কবিতা, কাউকে ভালোবেসেছিলাম কবিতা, কবি জীবনানন্দ দাশ - কবিতা অঞ্চল
কবিতাকাউকে ভালোবেসেছিলাম
কবিজীবনানন্দ দাশ
4.7/5 - (44 votes)

কাউকে ভালোবেসেছিলাম জানি
তবুও ভালোবাসা,
দুপুরবেলার সূর্যে ভোরের শিশির
নেমে আসা,
ভোরের দিকে হৃদয় ফেরাই
যাই চলে যাই-
নীল সকালে যাই চলে যাই-
একটি নদী একটি অরূণ
শিউলি শিশির পাখি-
‘আমরা মায়ার মনের জিনিস
মায়াবিনীর বেলায় শুধু জাগি’
বলছে সে কোন্‌ ত্রিকোণ থেকে
ছায়ার পরিভাষা।
কাউকে ভালোবেসেছিলাম, জানি,
তবুও ভালোবাসা।
সে কোন্‌ সুদূর মরুর মনে চলে গেছ
হায়, যাযাবর তুমি,
সেইখানে কি মিলবে বনহংসী বাঁধা বাসা!

হায় বলিভূক, কখন ভেবেছিলে
মাটি ছেড়ে দূর আকাশের নীলে
ধূসর ডানার অগ্নি ছেড়ে দিলে
মিটে যাবে মায়াময়ী মাটির পিপাসা।

Share
guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
https://rb.gy/9q60a
https://rb.gy/9q60a
6 months ago

কাউকে ভালোবেসেছিলাম…

Last edited 6 months ago by https://rb.gy/9q60a