কবিতাযুবক-যুবতী
কবিদেবী রায়
বিষয়প্রেম
Review This Poem

পথের ঐ ধার ঘেঁষে —-
ঐ তো সেই যুবতীটি হেঁটে যায়
তার মাথার আচ্ছাদন নেমে এসেছে মাথার ‘পরে

আর এই সেন্ট্রাল পার্ক ঘেঁষে হেঁটে যায় একটি যুবক
যেতে যেতে নিরুত্তাপ, ভাবলেশহীন চোখে তাকায় ;

বেড়ানোর পক্ষে এই সেই উপযুক্ত রমণীয় বিকেল
আর পথও বেস সুনশান, কোন ব্যস্ততা নেই—-

কারুর! ওদের দুটি-কে দ্যাখায় এরকমি—-
এ এক অদ্ভুত পরিস্থিতি, যা নাটকেই মানায়.

হাত ধরাধরি! কেন যে হেঁটে যায না দুটিতে

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments