কবিতাএক টুকরো মেঘ
কবিদেবী রায়
বিষয়অন্যান্য
Review This Poem

লিখতে লিখতে কি ভাসমান এক টুকরো মেঘ
দেখে আসা যায় ?
উড়িয়ে নিয়ে যাচ্ছে যে হাওয়া, যে আবেগ
তা কিসের তাড়ায় !

ভাবো, অন্ধকার গুহায় যারা ছবি এঁকে রাখ্ তো—–
সেখানে না কোনো জানালা
না তেমন আলোর কোনো সুবন্দোবস্ত
মিডিয়ার লালসায় নয়, খোলামেলা—–

আলোছায়ার বিস্ময়কর এই খেলা !
তোমার নিজস্ব একটা ঘর আছে, ঐখানে আসে আলো !
যেন সূর্য, ঘুমন্ত একটি বড়োসড়ো ফুল——কে ফোটালো !
ঝোড়ো-হাওয়া বারবার দিক বদলায়,
হাজার-হাজার বছর কি তারো আগে যারা আঁকতো—-

কোনো দেয়ালও
মাথা তুলে দাঁড়ায়নি | চিত্রীরা ও অশরীরী,
ছবি আজো দৃশ্যমান, সায়
দেয় নিষ্ঠার ! সর্বাঙ্গে বিদ্যুতের ঝিলিক |

এদিক-সেদিক
দিক বদলায়——ঝোড়ো হাওয়া— !

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments