কবিতাবালি হালতের সাঁকো
কবিআফরোজ মেহরুবা
বিষয়প্রকৃতি
লিখার সময়অক্টোবর ২০২২, বিকেল ৩:৫০
4.5/5 - (2 votes)

আউসের পাতার ওপরে, দূ‌রে কাঁপে খেজুরের গাছ
পদ্মবিলের বুকের ওপরে লাল সড়কের নীচে
বালি হালতের সাঁকো।

বরষার কালো দিনে দূর গাঁয়ে চলিতে একেলা
দেখেছিনু এরে –
ওই ও সাঁকোর নীচে ফুলে ফুলে হাওরের পানি,

শোল–পোনা কূলে কূলে চুল্ বুল্ করে,
ও-যেন পানির পোকা মনে হয় মোর।

সাঁকোর ইটের ফাঁকে শালিকের বাসা – সেথা খুঁজে পেতে
ডিম এনে ভাবতাম মনে – ঢের ঢের দিন গেল চলি
তবু কেন হয় নাকো ছানা।

আকাশের মেঘে ঢাকা আলো এসে লাগে,
এ-গাঁয়ের রোদ নামে ও-গাঁয়ের ঝোপের আড়ালে।

আমি যাই না সে দূর্ পথে
ফড়িঙের পিছু পিছু ধেয়ে ও-দিকে
চলে গেছে পাল তোলা নাও।

আকাশের মেঘে ঢাকা আলো এসে লাগে,
ফেঁচকে কেবলি ডাকে – হাঁড়িচাঁচা উড়ে যায় ঘরে।

(কথাসাহিত্যিক বন্দে আলী মিয়ার ‘কবিতা সংকলন’ থেকে কবিতার পরিমার্জিত অংশবিশেষ নেয়া হয়েছে )

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments