কবিতাজিম্মি
কবিআফরোজ মেহরুবা
বিষয়জীবনমুখী
উৎসর্গআফরোজ মেহরুবা
লিখার সময়জানুয়ারি, ২০২৩, বিকেল
Review This Poem

হত্যার বিচার চাই,
অথচ হত্যাই হয় নাই,
একই রকম চেহারা,
পরে ফিরলেন আরেকজন–
অথচ একমাত্র সন্তান তিনি,
প্লাস্টিক সার্জারি? নাকি অন্য কিছু?

অথচ আপনি এখনো বেঁচে?
সত্যি কথা রহস্যই হয়ে থাকে,
শুধুমাত্র মিথ্যে কথার জন্য।

লাশ গুম করার অপরাধে,
আসামির ফাঁসি হলে,
আপনি কে?
– জিম্মি

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments