কবিতাপথের কাঁটা
কবিআফরোজ মেহরুবা
বিষয়সমসাময়িক
লিখার সময়সেপ্টেম্বর, ২০২২, রাত ১০:১৫
Review This Poem

তোমার আবার কি চলে?

কিছুই চলে না তো?
কিছুই থামে নি তো কি চলবে?

একলা একা পাখি,
মগডালেতে থাকি,
গাছ কাটলে শুধু তখন,
উড়ে যাওয়া বাকি।

সব যদি মানুষই কথা বলে দিবে,
তাহলে কথা শিখেছে কেন?

যোগাযোগের ঠিকানা দেওয়া নেই,
এজন্য, ঠিকানা খুঁজতে গেছে।

আর চাকরিটা দেওয়া আছে কি না,
দেখবেন না?

পড়ালেখা তো আজকাল,
হাওয়াই মিঠাই হয়ে গেছে।

মন খারাপের কারণ?
মানুষের প্রতিহিংসার –
কোনো চেহারা হয় না।

দেখেন, নিজ দায়িত্বে,
নিজের ক্ষতি করবেন।

কাঁটা দিয়ে কাঁটা তোলা?

পথের কাঁটা কেউ হয় না,
পথে কেউ দাঁড়িয়ে নাই।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments