কবিতাপাঁয়তারা
কবিআফরোজ মেহরুবা
বিষয়সমসাময়িক
লিখার সময়সেপ্টেম্বর ১৮, সন্ধ্যা ৭:৪০
Review This Poem

খুন করে কেউ ছোট না হলে, খুনের অপরাধ?
বিচার না হলে, খুন করে কেউ ছোট হয় কি?

মৃত্যু সম্মানজনক হলে, জন্ম বৃথা হয় না।
আরে বাবা, চলতে হলে নিজের জায়গাটা রেখে চলতে হয়।

আমার মনে হচ্ছে এই, আমার মনে হচ্ছে সেই,
সত্যি বলতে কি, তার মনযোগ আমার দিকেই নাই।

ভাবতে সমস্যা নাই, অনুভূতিটা বুঝে ফেলবে না কেউ,
ওখানে আমার একজনকে রেখে এসেছি,
পাঁয়তারা দিয়ে।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments