কবিতাটিন ইটের বাসা
কবিআফরোজ মেহরুবা
বিষয়প্রকৃতি, প্রেম
লিখার সময়মার্চ, ২০২৪, বিকেল
3.5/5 - (4 votes)

বিস্তর মাঠে ছড়িয়ে থাকা
কিছু গাছ
পাতার উড়োউড়ি থেকে
দেখা যায়
দোতলা একটা টিন
ইটের বাসা
ইটের রঙের চাল
টিন পুরনো হয়ে যায়
রোদ আর বৃষ্টিতে
মাঠে খেলা করে
বাতাসের ঢেউ
দূরে উড়ে যায় দূরবর্তী পাখি
এখানে বসে বেশ কিছু সময়
কাটিয়ে দেয়া যায়
হেমন্তের রোদে
গাছের ছায়া চলে যায়
বাতাসের ঢেউয়ে নুইয়ে পড়ে
ছোট ছোট ঘাস
সাদা আকাশ,
দিগন্তে বিলীন হলে
টিন ইটের বাসা অবাক হয়ে
দাঁড়িয়ে রইল চালের ছায়ায়।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments