কবিতাজলদাপাড়া
কবিতারাপ্রসাদ চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থতরঙ্গ
বিষয়প্রকৃতি
সম্পৃক্ততাজলদাপাড়া অভয়ারণ্যে ভ্রমণ
লিখার স্থানজলদাপাড়া, পশ্চিমবঙ্গ, ভারত
লিখার সময়16 ফেব্রুয়ারি, 2024, রাত্রি
Review This Poem

হু হু করে চলেছে ছুটে জঙ্গল সাফারি
জলদাপাড়ায় যেন জলদ বিহারী।
এন আই সি রয়েছে দূরে
উঠেছে কেহ কাক ভোরে,
বন্য প্রাণী দেখিবার তরে
সফরে সাফারি।

ময়ূর তাহার পেখম তুলি
নাচিছে আনন্দে রসদ ভুলি।
এক-শৃঙ্গ গন্ডার একা
পথের মাঝে দিয়েছে দেখা।

হরিণ হরিণী দলে দলে
করে বিচরণ খেলার ছলে।
একাকী এক বাইসন দূরে
ভোজনে ব্যস্ত আপন সুরে।

বিকটাকার এক কালো হস্তী
জলধারায় স্নানে পায় স্বস্তি।

সূর্যদেব গেছেন অস্ত
বহুক্ষণ আগে।
কৃষ্ণা রজনী বিরাজে অরণ্যে
তিমির ঘন জাগে।।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments