বাংলা কবিতা, হাবিজাবি ৩ - "পীরিত-পীরিত" কইব্যা... কবিতা, কবি সুবিমল বসাক - কবিতা অঞ্চল
কবিতাহাবিজাবি ৩ – “পীরিত-পীরিত” কইব্যা…
কবিসুবিমল বসাক
কাব্যগ্রন্থহাবিজাবি
4/5 - (1 vote)

“পীরিত-পীরিত” কইব্যা চিল্লা-চিল্লি পাড়লেও
কেউ আইয়া জিগাইবো না : ” আমি তোমাকে ভালোবাসি।”
দিন-দিন তুমি যতই হ্যাংলা হইয়া পড় না ক্যান
ছাপানো কারবারে
কমবয়সী ম্যায়া আইয়া কেবল কইবো : “তোমাকে ভালো লাগে”
আর ঠোঁট জুইব্বা হাসবো।
শরীল-বিজ্ঞান এই হগল লেহাপড়ি করনের বাদে
জানছি “হৃদয়” কইব়্যা কিচ্ছু নাই
কেবল রক্তের লোড় পাড়াপাড়ি, মাংস, রগ-শিরা এই হগল—
মগজের ব্যাপারহান জাইন্যা যাওনের বাদে
আমি জানছি, পীরিতের মরণ ঘটছে
অহন সর্বত্রই “ভালো লাগাই” ঘুরিফিরি করতাছে
তুমি যতই দিন-দিন হ্যাংলা হইয়া পড় না ক্যান—
এউগা যন্তন্না আমারে বার বার চোট মারতে থাকে
নষ্ট করনের মতোন অহন আমার হাতে “সময়-ওত্তো” নাই।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments